President Speech
সভাপতির বাণী
সম্মানিত অভিভাবক বৃন্দ। আস সালামু আলাইকুম । শিশুরা ফুলের মত পবিত্র তাদের প্রত্যেকের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। উক্ত প্রতিভা বিকশিত করার জন্য সঠিক দিক নির্দেশনা একান্ত প্রয়োজন। বর্তমান বিশ্বে স্যাটেলাইট ও ডট-কমের অগ্রগতিতে বিশ্বায়নের জটিল এক জলস্রোতে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তরুন ও যুব সমাজের কাছ থেকে কেড়ে নিচ্ছে উচ্ছ্বাসে-আনন্দে উদীপ্ত হবার সরল বাসনা। বলা যায় টিস্যু কালচারের অমিত শক্তির কাছে যেমন পরাজিত হচ্ছে পুষ্পের প্রাকৃতিক মৌলিক সৌরভ। তথাপি বিশ্বজুড়ে আজ অন্যায় ও অশান্তির কালো ধোয়ায় ছেয়ে গেছে সব। আজকের এই বিশ্ব চুড়ান্ত সভ্যতার উৎকর্ষ লাভ করলেও সারা বিশ্বেই যেন অশান্তি। অশৃংখলা, অরাজকতা ও পারস্পরিক শ্রদ্ধাহীনতা হিংস্রতা বিরাজমান।আমি মনে করি, মূলত আদর্শ আছে, সেখানে উন্নত শিক্ষা পদ্ধতি নেই। শিশু, কিশোর, তরুন ও যুব সমাজকে সময়ের এই অস্থির বাঁক থেকে ফিরিয়ে এনে চিরন্তন, সুস্থ,সুন্দর শাশ্বত জীবন বোধ তৈরী করে দেবার দায়িত্ব শিক্ষকদের। আর এই লক্ষ্য অর্জনের উদ্দেশেই বাংলা, ইংরেজী,ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমকালীন জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও আধুনিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেই অঙ্গিকার নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুবাস সকল শিশুর মাঝে ছড়িয়ে দিতে চাই। কোমলমতি শিশুদের কলকাকলিতে এই প্রাঙ্গন মুখরিত হয়ে।সমাজের শিক্ষাবিদ,চিন্তাবিদ, গুনীজন এবং সচেতন মহলের সুচিন্তিত পরামর্শের আলোকে “কোনাবাড়ী উচ্চ বিদ্যালয়” সকলের নিকট সমাদৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাহলে সার্থক হবে আমাদের সকলের প্রচেষ্টা।
মোঃ দুলাল হোসেন চকদার